আমরা নতুন ফ্ল্যাটে আসার পর থেকে একটা সাদা-কালো রঙের বিড়াল বারান্দা দিয়ে প্রায় বাসায় ঢোকার চেষ্টা করত। আমাদের বিড়াল পালার অভিজ্ঞতা ছিল না তাই আমরা বিরক্ত হতাম এবং ঢুকতে দিতাম না। বিড়ালটাও নাছোড়বান্দা, চেষ্টা চালিয়ে যেত বাসায় প্রবেশের। বিড়ালটা প্রেগনেন্ট ছিল,...