fbpx
Select Page

ব্যবসা করতে ধৈর্য এবং আত্মবিশ্বাস দরকার, হতাশ হলে হবে না। আমি মাঝে মাঝে হতাশ হয়ে যাই এই তো গত মাসে খুব অল্প বিক্রি হয়েছে। এই মাসেও তেমন সেল নাই । ২০১৮ সালের নির্বাচন সময়ে এরকম হয়েছিল, এখন করোনা পরিস্থিতি, অর্থনৈতিক সমস্যা এবং প্রোডাক্টের কমতি থাকার জন্য হতে পারে। আর আমি ইউনিক প্রোডাক্ট সেল করি, যা মানুষের জন্য তেমন প্রয়োজনীয় না, বেশি ভাগ মানুষ শখ করে কিনে আমার প্রোডাক্ট সেকারণে আমার বিক্রি সবসময় ভালো হয় না। আমার শপের ইউনিক প্রোডাক্ট সম্পর্কে জানতে অথবা কিনতে ওয়েবসাইটের শপ অপসন ব্রাউস করতে পারেন Shop অথবা OnlyZitu ফেইসবুক পেজটা দেখতে পারেন। আমি ২০১৮-২০২০ সালের জুলাই মাসের বিক্রির টাকার কম্পারিসন করলাম, গ্রাফ আকারে দিলাম। ২০১৮ জুলাই এ সেল ছিল ৪৫,৬২০ টাকা, ২০১৯ এর জুলাই মাসে ছিল ৫৮,৩০০ টাকা সেই অনুযায়ী আমার প্রত্যাশা ছিল ২০২০ এর জুলাই মাসে সেল হবে ৭০০০০ টাকা কিন্তু সেল হয়েছে ১২,২৬৫ টাকা। হিসাব করে দেখলাম প্রফিট যা হয়েছে তার থেকে অনেক বেশি টাকা বুস্ট করে গেছে।

এই পোস্টটা করার উদ্দেশ্য হলো আপনাদের সাথেও এমন হয় এবং যারা নতুন সেলার তারা যেন হতাশ না হয়ে যান, চেষ্টা চালিয়ে যান সেই কামনা থাকলো। আমি প্রতি মাসের সেলের হিসাব করি, আপনারাও করবেন, এতে আমার মনে হয় কনফিডেন্স এবং আগ্রহ বাড়ে। আপনি কত খরচ করলেন এবং ইনকাম করলেন তার একটা হিসাব আপনার কাছে থাকবে। সবসময় যে ভালো সেল হবে তা কিন্তু না। অনেক কারণেই সেল কমে যায়। রাজনৈতিক, পরিবেশগত, অর্থনৈতিক মন্দা, প্রোডাক্ট পোস্ট এর জেনেরিক রিচ কমে যাওয়া, বুস্ট করে সেল না হওয়া, ফেসবুকেরও টেকনিকাল প্রব্লেম থাকে। একটা প্লাটফর্মের উপর ডিপেন্ড না করে আপনারা নিজের ওয়েবসাইট এবং এপ্লিকেশন ডেভেলপ করুন এবং সেগুলার প্রমোশন করতে থাকেন। এছাড়াও টুইটার, গুগল বিসনেস, পিন্টারেস্ট, লিংকড ইন, ইনস্টাগ্রাম, ইউটিউব আপনার প্রোফাইল করুন, সেখানেও প্রচার চালাতে থাকেন, দেখবেন আস্তে আস্তে এই প্লাটফর্মগুলা থেকেও সেল হবে। ফেইসবুক এ বেশি বেশি শেয়ারিং, গ্রুপ পোস্ট সব সময় উপকার করে না, অনেক সময় বেশি পোস্ট এবং শেয়ার করলে পেজের সমস্যা হয়, ফেইসবুক স্প্যাম ভাবে। যাই হোক নতুনদের মোটিভেট করার জন্য লিখলাম, আপনাদের জন্য শুভকামনা।

Patience, confidence, self believe, tactics, motivation required in business, every time you can’t do business, sometimes sales falls but you have to take initiative, new strategy for growing your business. Same strategy always not work in this dynamic business arena. Need to utilize resources, re-thinking ability, cope up with latest trend will be useful for business developing.