fbpx
Select Page

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসলামুআলাইকুম,

আমি মোঃ জহির, আমি দীর্ঘ দিন ধরে বাইশটেকি,মিরপুর-১৩, ঢাকায় বসবাস করছি। আমার একটি ২ (দুই) বছরের ছেলে এবং স্ত্রী আছে সন্তানসহ বসবাস করছি। বিগত ২ বছর আগে আমার কিডনি রোগ দেখা দেয়। আমি একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইটর কোম্পানি অরবিট টেকনোলজিতে কর্মরত আছি। আমার পরিবারে আমি একমাএ উপার্জনক্ষম ব্যাক্তি। অসুস্হ হওয়ার পর থেকে আমার পক্ষে ঠিকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না।আমার দুইটি কিডনি অকেজো হয়ে গেছে। বিগত একবছর যাবৎ সপ্তাহে (৩) তিনদিন ডায়ালাইসিস করতে হচ্ছে। শারীরিক অবস্হা দিন দিন অবনতি হচ্ছে,এমতাবস্হায় ডাক্তার (অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম) আমাকে কিডনি ট্রান্সপ্লান্ট (কিডনি সংযোজন) পরামর্শ দিয়েছেন। আমার যা আয় ছিল এবং আমার যা জমা করি, সেটা দিয়ে বিগত দুই বছর ধরে চিকিৎসার ব্যয় বহন করে আসছি। এখন আমার পরিবারের পক্ষে কিডনি সংযোজন ব্যয় বহন করা সম্ভব না। এই অবস্হায় আমি সবার সহায়তা কামনা করছি। আমার দুই বছরের বাচ্চার মুখের দিকে তাকিয়ে আপনারা সবাই এগিয়ে আসুন। আমাকে বাচাতে সহায়তা করুন। কিডনি সংযোজন করার জন্য আমি Center For Kidney Diseases and Urological Hospital (CKD), শ্যামলিতে কথা বলেছি, অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের তত্ত্বাবধানে অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছি। আমার স্ত্রী তার একটি কিডনি আমাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিডনি সংযোজনের জন্য সর্বমোট ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকার প্রয়োজন হবে। অতএব সমাজের বিত্তবান ও সবার কাছে আমার বিনীত আবেদন, আপনাদের সহায়তা পেলে আমি অতিদ্রুত অপারেশন করতে পারি ও আমার পরিবারের কাছে ফিরে আসতে পারি।

যোগাযোগ ও সহায়তার জন্য: মোঃ জহির মোবাইল : 01877722224 ( Bkash Personal)

Bkash 01877722224

Account No 7017311215061, Dutch Bangla Bank Limited, Dhaka, Bangladesh

Facebook Page Link https://www.facebook.com/savejahir

Facebook Group Link https://www.facebook.com/groups/392790631993520

আপনারা চাইলে সরাসরি মিরপুর ১৩ নম্বর বাইশটেকি, অরবিট টেকনোলজির অফিসে এসে জহিরের খোঁজ খবর নিতে পারেন। বিস্তারিত জানতে সম্মন্বয়কারী তারেকুল ইসলামের সাথে কন্টাক্ট করতে পারেন। Contact: Orbit Technology 01877722222

অপারেশন ব্যয়ের তালিকা:‌ অপারেশনের পযর্ন্ত খরচ: (ডায়ালাইসিস + বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা + টিসু ম্যাচ + অপারেশন) ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা ( কম বেশি)‌ অপারেশন পরবর্তী খরচ : ঔষধ + পরীক্ষা নীরিক্ষা + ৬ (ছয়) মাস ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা কম বেশি)

Jahir is seeking help to save his life, his kidneys not working properly. Required 16 Lac Bangladeshi Taka for kidney transplantation. His wife will donate a kidney to him. Please come forward to save Jahir’s life.