fbpx
Select Page

বিকাশের মত এখন রকেটে ও এখন স্প্যামিং শুরু হয়েছে, কালকে রাতে 09612777777 নম্বর থেকে অটোমেটেড IVR কল আসে যেখানে পিন চাওয়া হয়, পিন নম্বর চেঞ্জ করতে ইন্সট্রাকশন দেয়। আমি ফোন কেটে দেই, এর পর রাত ১ টায় এই 01904017290 নম্বর থেকে কল করে একজন বলে সে ডাচ বাংলা ব্যাংক এর কাস্টমার কেয়ার থেকে বলছে আমি যদি আমার একাউন্ট এর পিন পরিবর্তন না করি আমার একাউন্ট বন্ধ হয়ে যাবে, আমি বললাম বন্ধ করে দেন। আপনারা সাবধান থাকেন বিকাশ থেকে মানুষের অনেক টাকা বিভিণ্ন কৌশলে হাতিয়ে নিয়েছে এই প্রতারকরা, এখন রকেট, নগদ নিয়ে চেষ্টা চালাচ্ছে।

ইউনিক গিফট আইটেমের জন্য ভিসিট করুন